| সকাল ৯:৪৭ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নির্বাচনের লাল চা…

 

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ), ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার,
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সভার নির্বাচনে লাল চা (লিগার চা) এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মেয়র প্রার্থী থেকে শুরম্ন করে সাধারণ কাউন্সিলর প্রার্থীরাও যার যার ওয়ার্ডে এবং মেয়র প্রার্থীরা পৌর সদরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে নির্বাচনী অফিসে লাল চা (লিগার চা) দিয়ে কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যনত্ম ভোটার দের করা হচ্ছে আপ্যায়ন। প্রতিটি নির্বাচনী অফিসে চা তৈরি করার জন্য একজন করে কারিগর রাখা হয়েছে। প্রতিদিন তারা বিনা মুল্যে ভোটারদের জন্য চা তৈরি করে দেন। কথা হয়, ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মন্টু মিয়ার সাথে, তিনি বলেন, নির্বাচন আইলেই প্রার্থীরা আমাদের খবর নেয়, পরে আর খোজ থাকেনা। এসময় তিনি রসিকতা করে বলেন, নির্বাচন আর কয়ডা দিন পিছায়া দিলে তো বিনা মুল্যে নির্বাচনী চা খেতে পারতাম। কেমন প্রার্থীকে ভোট দিবেন ? এমন প্রশ্নের জবাবে উপসি’ত কয়ক জন ভোটার বলেন, আমাদের উন্নয়নে, বিপদ আপদে যিনি দিন রাত পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন সেরকম প্রার্থীকে আমরা ভোট দিব। মেয়র পদে লড়ছেন উপজেলা বিএনপির আহবায়ক বর্তমান মেয়র মোঃ তোফাজ্জল হোসেন খান দিলীপ। নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত উসমান শুক্কুর আলী। জাতীয় পার্টির আলাউদ্দিন আহমেদ আলম (লাঙ্গল) প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন। । মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও বসে নেই। সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরড়্গিত মহিলা আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ।

সর্বশেষ আপডেটঃ ৫:৫০ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০১৫