| সন্ধ্যা ৭:৩৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের উপর হামলা

স্টাফ রিপোর্টার | ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার,

ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবিএম আনিছুজ্জামান (জগ) এর সমর্থকদের উপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। রোববার দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডে সাবেক আওয়ামী লীগ দলীয় এমপি রুহুল আমিন মাদানীর সিএনজি ফিলিং স্টেশন এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থক আকরাম হোসেন, সাখাওয়াত হোসেন, জিয়াউর রহমান ও যুবলীগের সাবেক সেক্রেটারি হুমায়ুন কবীর আকন্দসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আকরামের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গেছে। অবস্থা গুরতর হওয়ায় আকরামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি এবং অন্য আহতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া  হচ্ছে। এ ঘটনায় ত্রিশালে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকরামের অবস্থা গুরতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ত্রিশালে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে ত্রিশাল পৌর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও ওসি জানান। উল্লেখ্য, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিছের সমর্থকদের উপর শুক্রবার রাতে গুলি বর্ষণের পর প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০১৫