তারাকান্দা সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প ২৯ ডিসেম্বর

রফিক বিশ্বাসঃ ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার,
ময়মনসিংহের তারাকান্দায় শীতকালীন প্রশিড়্গনের আওতায় ময়মনসিংহ সেনানিবাসের ৮১ ফিল্ড এম্বুলেন্সের ফ্রি চিকিৎসা ক্যাম্প তালদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জানা গেছে, ময়মনসিংহ সেনানিবাসের ৮১ ফিল্ড এম্বুলেন্সের শীতকালীন প্রশিক্ষন চলাকালে সর্বসাধানের মাইনর অপারেশনসহ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে। ৮১ ফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহসিন এর তদারকিতে চিকিৎসা দিবেন, ক্যাপ্টেন সোনিয়া ও ক্যাপ্টেন সালেহ।