| দুপুর ১:১০ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইল পৌরসভা নির্বাচন- ভোট নয় মাতৃত্বই বড়

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার,

“ভোট নয় মাতৃত্বই বড়”। ভোটের জন্য পাড়ায় মহলস্নায় না ঘুরে হাসপাতালে অসুস্থ সন্তানের সেবায় নিজকে ব্যস্ত রেখে তাই প্রমান করলেন ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রাবেয়া খানম । মারাত্নকরোগে আক্রান্ত হয়ে রাবেয়ার ছেলে মোনায়েম হোসেন রাফি (১৭) ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হলে মা রাবেয়া মনোনয়নপত্র দাখিল করেও জন প্রতিনিধি হওয়ার বাসনা ত্যাগ প্রচার প্রচারনার প্রতি তোয়াক্কা না করে মাতৃত্বের সুনিবিড় টানে হাসপাতালে সনত্মানের শিয়রে বসে সেবায় নিজকে উৎসর্গ করলেন। আর এতেকরে ভোটারদের মাঝে রাবেয়াকে নিয়ে সৃষ্টি হয়েছে অন্য রকম গ্রহন যোগ্যতা। ”ভোট নয়- মাতৃত্বই বড়”। একথা প্রমান হবে যদি ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে জয়ী হয় রাবেয়া।#

সর্বশেষ আপডেটঃ ৮:৪৮ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০১৫