| সন্ধ্যা ৭:১১ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেপাল এএফসি কাপ অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী ধোবাউড়ায় কলসিন্দুরের ফুটবলকন্যাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিলেন-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা: ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, বিজয়ের মাসে ধোবাউড়া উপজেলার প্রত্যনত্ম অঞ্চলের কলসিন্দুরের মেয়েরা আরেকটি বিজয় ছিনিয়ে এনেছে। তাই আমি আগামী ২ বছরের মধ্যে ধোবাউড়ায় ৯ শ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের ব্যবস’া করে দিব। গতকাল শনিবার বেলা ১২টায় ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের এএফসি কাপ জয়ী ফুটবলকন্যাদের বাড়িসহ ৮০৩টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ এর শুভ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এসব কথা বলেন। এ উপলক্ষ্যে কলসিন্দুর স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি প্রধান অতিথির বক্তব্যে এএফসি কাপ অনুর্ধ্ব-১৪ ফুটবল টুর্ণামেন্টে নেপালকে হারিয়ে বাংলাদেশের সুনাম আন-র্জাতিকভাবে ছড়িয়ে দেয়ায় কলসিন্দুরের মেয়েদেরকে ধন্যবাদ জানিয়ে ২০১৮ সালের মধ্যে ধোবাউড়া উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বালিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।Photo Dhobaura-2
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধোবাউড়া-হালুয়াঘাট নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সমাজকল্যান প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি কলসিন্দুরের তালিকাভূক্ত ক্ষুদে ফুটবল তারকাদের ধারাবাহিক সাফল্যে ধন্যবাদ জানিয়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান ঘোষনা করেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে ফুটবল কন্যাদের বাড়িসহ ৮০৩টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় তাঁর নির্বাচনী এলাকার জনগনের পক্ষ থেকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। অন্যদিকে দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক প্রথম আলোর পক্ষ থেকে প্রত্যেক খেলোয়ারকে প্রতিমাসে ১ হাজার টাকা করে বৃত্তি ঘোষনা এবং কলসিন্দুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: জালাল উদ্দিন, কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী শীল ও কোচ মো: মফিজ উদ্দিনকে এককালীন ৪হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা কোচ মফিজ উদ্দিনের হাতে তুলে দেন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মইনুদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোস-ফা কামাল হোসেন খান, অধ্যক্ষ মো: জালাল উদ্দিন, প্রধান শিক্ষক মিনতি রানী শীল, কলসিন্দুর ফুটবলারদের পক্ষে কল্পনা আক্তার প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৮:২১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০১৫