| সকাল ১১:২৮ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ঈশ্বরগঞ্জে এক নারীর লাশ উদ্ধার

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, ২৪ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়না বেগম (১৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে পুলিশ আঠারবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ময়না বেগম আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামের সিদ্দিক আলীর মেয়ে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, ওই নারীকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরম্নদ্ধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদনেত্মর জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০১৫