| সকাল ১০:২৮ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নান্দাইলের ৯টি ভোট কেন্দ্রের ৮টিই অতি ঝুঁকিপূর্ণ

ভ্রাম্যমান প্রতিনিধিা ঃ ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার,

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার আসন্ন নির্বাচনে ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রকে অতি ঝুকিপূর্ণ কেন্দ্র হিসাবে চি‎‎হ্নিত করেছে নির্বাচন কমিশন ও পুলিশ। নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম ভূঞা জানান, অধিক ঝুকিপুর্ণ বিবেচনায় আসা কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ইতি পূর্বে ২০০৪ সালের নান্দাইল পৌরসভা নির্বাচনে ১টি কেন্দ্রে গুলাগুলিতে ২জন নিহত এবং ব্যালট বাক্স ছিনতাই করে নেওয়ার ঘটনা ঘটেছিল। বর্তমান নির্বাচনে প্রশাসন কর্তৃক নির্বাচিত ৮টি অতি ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে- বালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আল-আজহার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গাঙ্গীনারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, নান্দাইল পাছঁপাড়া বাইতুস সালাম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্র, আচাঁরগাও ফাজিল মাদ্রাসা কেন্দ্র, আচারগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্র, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও শহীদ স্মৃতি আদর্শ কলেজ কেন্দ্র। নান্দাইল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিকে সাধারন ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।#

সর্বশেষ আপডেটঃ ৭:৪২ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০১৫