দুধে ভেজাল পাকুন্দিয়ায় ১০ কেজি দুধ বাজেয়াপ্ত

পাকুন্দিয়া প্রতিনিধি : ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার,
ল্যাকটোমিটার যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে দুধে ভেজাল থাকায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরে বাজারের কয়েকজন ব্যক্তির ১০কেজি দুধ ড্রেনে ফেলে বাজেয়াপ্ত করা হয়েছে। (আজ) বুধবার বিকেলে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর লুৎফুন নাহার রুটিন ওয়ার্কে পৌরসদর বাজার পরিদর্শন করেন। এসময় ওই যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে দুধে ভেজাল প্রমাণিত হওয়ায় ১০কেজি দুধ বাজেয়াপ্ত করেন। এসময় এমএলএসএস সৈয়দ শাহজাহান সঙ্গে ছিলেন। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর লুৎফুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।