| দুপুর ১:৪৬ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোসেনপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার,
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা বিভিন্ন দাবিতে বুধবার দুপুরে উপজেলা চত্বরে মানববন্ধন করেছে। বিসিএস সমন্বয় কমিটি (প্রশাসনের ২৬ ক্যাডার),নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের সকল সত্মরের কর্মকর্তা-কর্মচারিদের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ সম্পদ কর্মকর্তা মোঃ ইসহাক আলী,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রফিকুল ইসলাম মজুমদার, আরডিও শেখ মোঃ মহসিন উদ্দিন, উপজেলা হিসাব রক্ষন অফিসার আব্দুল জব্বার প্রমুখ। এর আগে কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাজ ধারন করে।  মানববন্ধনে কৃষি, স্বাস্থ্য শিক্ষা, প্রাণী সম্পদ, সমাজসেবা, সমবায়, বিআরডিবি, যুবউন্নয়নসহ বিভিন্ন দফতের বিপুল সংখ্যাক কর্মকর্তা-কর্মচারীরা উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৫১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০১৫