| বিকাল ৫:৪১ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধোবাউড়ায় ২৬ ক্যাডার ও নন ক্যাডারের মানববন্ধন

ধোবাউড়া প্রতিনিধি,  ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার, 

আজ বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা পর্যায়ের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহনে প্রকৃচি-বিসিএস ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কমিটির ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ধোবাউড়া উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস’্য ও প.প কর্মকর্তা ডা: ওয়ায়েজ উদ্দিন ফরাজী এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মহিউদ্দিন, মৎস কর্মকর্তা মো: নাজমুল হক, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও পৃথক ভূমি ক্যাডারের দাবী উত্থাপন করে বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্টার নূরে তোজাম্মেল হোসেন। বক্তারা তাদের বক্তব্যে অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষ্যম্য দূরীকরণ সহ অবিলম্বে ৬ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান।
প্রকৃচি-বিসিএস ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কমিটির অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষ্যম্য দূরীকরণ সহ ৬ দফা দাবীর মধ্যে রয়েছে মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যন্ত সকল পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে কৃত্য পেশা ভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূনর্বহাল, উপজেলা পরিষদকে কার্যকর করতে ইউএনও এর কর্তৃত্ব বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানকে ক্ষমতায়ন, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন ও বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নিজস্ব ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল করা এবং সকল ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান করা।

সর্বশেষ আপডেটঃ ৬:৪০ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০১৫