| দুপুর ১২:০৪ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই — গৌরীপুরে ড. ওসমান ফারুক

গৌরীপুর সংবাদদাতা, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবারঃ  বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেন, সারাদেশে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থীরা ৮০ শতাংশ পৌরসভায় বিজয়ী হবে। তাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করুন। এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুজিত দাসের পক্ষে গণসংযোগকালে শহরের মধ্যবাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, এ নির্বাচন ভোটযুদ্ধের নির্বাচন। আমাদের ভোট আমাদেরই রক্ষা করতে হবে। বর্তমান সরকারকে জনগণ পছন্দ করে না। বংলাদেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এটাই সরকারের চরিত্র।’ তাই শত বাধাঁ উপেক্ষা করে হলেও আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পাহাড়া বসিয়ে বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবে দলীয় নেতাকর্মীরা। এ সময় উপসি’ত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা চেয়াম্যান আবুল বাসার আকন্দ, গৌরীপুর উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান লিটন, বিএনপি নেতা কোয়াছম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক আলী আকবর আনিছ, বেগ ফারুক আহাম্মেদ, ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, বিএনপি মনোনীত প্রার্থী পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

সর্বশেষ আপডেটঃ ৭:২৮ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০১৫