শ্রীবরদীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা ওসি’র

শ্রীবরদী প্রতিনিধি, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবারঃ আগামী ৩০ শে ডিসেম্বর অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শ্রীবরদী পৌর নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে অচিরেই সন্ত্রাসী, জামায়াত শিবিরের স্বক্রিয় ক্যাডার ও ভাড়াটে মাস্তানদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ওসি এস.আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণ বিধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে প্রার্থীদের সাথে মত বিনিময় করা হয়েছে। তাই কোন প্রার্থী বা তার সমর্থকরা আচরণ বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন মোতাবেক ব্যবসস্থা গ্রহণ করা হবে। বর্তমানে শ্রীবরদী পৌরসভার সার্বিক আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়ে তিনি বলেন, শান্ত শ্রীবরদীকে কোন ভাবেই অশান্ত করতে দেওয়া হবে না। জামায়াত শিবিরের স্বক্রিয় ক্যাডার, সন্ত্রাসী, ভাড়াটে মাস্তানদের গতিবিধি নজরের মাধ্যমে রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, নির্বাচনে বাঁধার সৃষ্টি করলে তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। পৌরবাসীকে সাথে নিয়ে পুলিশ সন্ত্রাসী ও ভাড়াটে মাস্তানদের শক্ত হাতে দমন করবে। অচিরেই সন্ত্রাসী, জামায়াত শিবিরের ক্যাডার ও মাস্তান বাহিনীর সদস্যদের গ্রেফতারে পুলিশ তালিকা নিয়ে মাঠে নামবে। এর লক্ষ্যে পুলিশের একাধিক টিম সর্বদায় সাদা পোশাকে মাঠে কর্মরত রয়েছে। কোথাও কোন গোলযোগের খবর পেলেই সেখানেই দ্রুত অভিযান চালানো হবে । এ বিষয়ে তিনি সকল নির্বাচনী প্রার্থী ও সচেতন পৌরবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন।