বিএনপির প্রতিনিধি দল ইসিতে

স্টাফ রিপোর্টার | ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার,
সরকার দলীয় মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘন ও বিভিন্ন স্থানে দলের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। আজ বিকাল সাড়ে তিনটার পর প্রতিনিধি দলটি শেরেবাংলানগরস্থ কমিশনের কার্যালয়ে প্রবেশ করে। ছয় সদস্যের এই প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাবেক সচিব ঈসমাইল জবিউল্লাহ রয়েছেন।