ঢাকা কলেজে অভিযানে ২০ ছাত্র আটক

লোকলোকান্তর ডেস্কঃ ঢাকা কলেজে ঝটিকা অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য ২০ জন শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সোমবার রাত একটার দিকে শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী অভিযান অব্যাহত থাকে।
এ সময় কলেজের ৭ টি হল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রমনা জোনের ডিসি মো. আব্দুল বাতেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনার সময় বিভিন্ন হলের হাউজ সুপাররা উপস্থিত ছিলেন।
নিয়মিত অভিযানের অংশ দাবি করে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে সুনির্দিষ্ট অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া না গেলে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে।