| রাত ১:১৩ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোণা পৌর নির্বাচনে গণ সংযোগে ব্যস্ত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা

নেত্রকোণা সংবাদদাতা,২১ ডিসেম্বর ২০১৫ঃ  আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণায় মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা গণ সংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন। যতই দিন ঘনিয়ে আসছে ততই তাদের প্রচারনা ঘনিভূত হচ্ছে। দেখা যাচ্ছে ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পাড়া, মহল্লা থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগতভাবেও তাদের প্রতীক সম্বলিত পোষ্টার, হ্যান্ডবিল বিলি করে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের কাছে তুলে ধরছেন তাদের যোগ্যতা। আগাম প্রতিশ্রুতি আর উন্নয়নের আশ্বাস দিতে কারও যেন কৃপণতা নেই। জয়ী হলে রাস্তাঘাট, কালভার্ট, গরীব দু:খীদের আর্থিক সহায়তা থেকে শুরু করে এলাকার ব্যাপক উন্নয়নে নিজেদের বিলিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ কেউ জনসেবামূলক কর্মকান্ডে এগিয়ে আছেন বলেও দাবি করেন। জয়ের প্রত্যাশা যেন সবার মুখেই। নেত্রকোণা ১, ২ ও ৩ নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ঘন কুয়াশা ভেদ করে মরিয়া হয়ে উঠছেন ভোট প্রার্থণায়। নেত্রকোণা সাতপাই ১, ২ ও ৩ নং ওয়ার্ডে পৌর কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেনঃ
১নং ওয়ার্ড- মো: আকরাম হোসেন-(‘ঢেঁড়শ’), চিত্ত রঞ্জন- (ব্ল্যাক বোর্ড), মো: মোঘলে আজম খান মগল- (উটপাখি)। ৩নং ওয়ার্ড- শামীম রেজা খান- (টেবিল ল্যাম্প), মো: আতাউর রহমান তারা- (গাজর)। মহিলা সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের- ইয়াসমিন বেগম- (কাঁচি), ও মীনা আক্তার- (আঙ্গুর) প্রতীক নিয়ে লড়ছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০১৫