| দুপুর ১২:৫৬ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারুন্যের একটি প্রশংসনীয় উদ্যোগ

লোকলোকান্তর ডেস্ক,২১ ডিসেম্বর ২০১৫ঃ    নব গঠিত ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের মাওহা গ্রামের “বন্ধুর বাধন একতা ছাত্র সংঘ” -এর ১৯ জন তরুন ৮ দিনে কৃষকের সাড়ে ৫ একর জমির ধান কেটে =৮,৯০০/- টাকা মুজুরীর অর্থ দিয়ে ও এলাকার মানুষের সহযেগিতায় মোট ১৩,০০০.০০ টাকা মূল্যের ৬৫ টি কম্বল গত ১৯ ডিসেম্বর, ২০১৫ তারিখে দরিদ্র মানুষের মাঝে বিতরন করেন। অনেকের সাথে কম্বল বিতরণ করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি), গৌরীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব হারুন আল বারী।

যাঁদের শ্রমে এ আয়োজন :
“বন্ধুর বাধন একতা ছাত্র সংঘ” -এর সদস্য আকরাম হোসেন, রেজাউর রহমান, আকাশ, মাহাবুব, বিল্লাল, জাহাঙ্গীর, আরিফ, সালমান শাহ, সুজিব দেবনাথ, মাহবুব, সুমন, রাসেল, আশরাফুল, মামুন, সোহেল, মজনু, সঞ্জু।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “বন্ধুর বাধন একতা ছাত্র সংঘের” সভাপতি জনাব মোঃ মোঃ উজ্জল মিয়া

বক্তব্য রাখেন,
মাওহা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নাজমুল ইসলাম কাসেম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি), গৌরীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব হারুন আল বারী, “বন্ধুর বাধন একতা ছাত্র সংঘের” সাধারণ সম্পাদক জনাব মোঃ আজহারুল করিম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গৌরীপুর উপজেলা সংসদের সভাপতি ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক, ছাত্রনেতা আলী আশরাফ আবির প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৮:৩২ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০১৫