| সকাল ১০:৪৪ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

নান্দাইল পৌরসভা নির্বাচন- মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার,

আগামী ৩০ ডিসেম্বর নান্দাইল পৌরসভা নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসর সাথে সাথে শুরম্ন হয়েছে ভোটের হিসাব -নিকাশ চলছে চুল ছেড়া বিশেস্নষন। পাশাপাশি প্রার্থীদের নিয়ে চায়ের চুমকে উঠছে ঝড় আর আলাপ আলোচনায় কে হচ্ছেন নান্দাইল পৌর সভার নতুন মেয়র। এবার নান্দাইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রফিক উদ্দিন ভ’ইয়া নৌকা বিএনপি মনোনীত প্রার্থী এ.এফ .এম আজিজুল ইসলাম পিকুল ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ শফিকুজ্জামান জুয়েল লাঙ্গল , জাসদ (ইনু) মনোনীত প্রার্থী আমরম্ন মিয়া মশাল ও স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে মেয়র পদে অংশ গ্রহন করলেও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের কোন প্রচার প্রচারনায় মাঠে না থাকলে ও অন্যান্য প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে দিন রাত ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন এবং নির্বাচিত হলে পৌরসভার সার্বিক উন্নয়নে নিজকে উৎসর্গ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার নান্দাইল পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটারদের ধারনা। নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় ও আচরনবিধি মেনে চলার লড়্গ্যে নান্দাইল উপজেলা নির্বাচন কমিশন সোচ্চার ও সজাগ দৃষ্টি রাখছেন এবং রবিবার (২০ ডিসেম্বর) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নৌকা সর্মথিত প্রার্থীর ৩ কমীকে জরিমানা করেন। এবার এ পৌর সভায় মেয়র পদে ৫ জন , সাধারন কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত আসনে ০৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার পূরুষ ১০,৬২৯ মহিলা ১০,৭৭৬ জন। মোট ওয়ার্ড ৯ টি , মোট বুথ সংখ্যা ৬০ টি।

সর্বশেষ আপডেটঃ ৮:২১ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০১৫