| দুপুর ১২:৩৬ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ত্রিশালে সুজনের জনগণের মোখমুখি অনুষ্ঠান

ত্রিশাল প্রতিনিধি,২১ ডিসেম্বর ২০১৫ঃ
ময়মনসিংহের ত্রিশালে সোমবার বিকালে পৌর শহরের দরিরামপুর বাসষ্ট্যান্ড মোড়ে পৌর নির্বাচনে অংশ গ্রহণকারী মেয়র প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র আয়োজনে জনগণের মুখমোখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী ৪ মেয়র প্রার্থীর অংশ গ্রহণে ব্যাপক ভোটারের উপস্থিতি ছিল। মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সরকার জুয়েল, বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম আমিন সরকার, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র এ.বি.এম আনিছুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে সুজন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপসি’ত ছিলেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক এ.টি.এম মনিরুজ্জামান, প্রচার সম্পাদক রুহুল আমিন বাদল প্রমূখ। অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা সরাসরি জনগণের অংশ গ্রহনে প্রশ্নের উত্তর দেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৮ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০১৫