| সকাল ৭:৪৩ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে আচরণবিধি লংঘনের দায়ে ১৩ প্রার্থীকে জরিমানা

গৌরীপুর সংবাদদাতা,২০ ডিসেম্বর ২০১৫, রবিবার:  পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘণের দায়ে প্রতিদ্বন্দ্বি ১৩ জন কাউন্সিলর প্রার্থীদের নিকট থেকে বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং কর্মকর্তা দূর-রে শাহওয়াজ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথকভাবে এই জরিমানার আদেশ দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মূছা জানান, শনিবার ভ্রাম্যমান আদালত আচরনবিধি লংঘন করে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পোস্টার দেয়ালে সাটানোর অপরাধে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম রিপন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নবী নেওয়াজ খান পাঠান ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রউফ মোস্তাকিম প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে প্রতীক বরাদ্দের পর থেকে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী একেএম রোকনুজ্জামান রোকন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ গোলাম আলিমেল হাকিম মুন্সী, শফিকুল ইসলাম বুট্রু, মোঃ শামীম হোসেন চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ এমরান, মোঃ মিজুনুর রহমান ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মোছাঃ শিউলি চৌধুরী, মিনু চৌধুরী প্রত্যেককে এক হাজার টাকা করে এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মোছাঃ আলেয়া বেগমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৫ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০১৫