| রাত ৪:৪৩ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে বর ও কনের বাবা মাকে জেল,জরিমানা

ভ্রাম্যমান প্রতিনিধি,২০ ডিসেম্বর ২০১৫, রবিবার: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও জামতলা বাজারে  ২০ ডিসেম্বর (রবিবার) সকালে বাল্য বিবাহ সম্পন্ন করার প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় সচেতন মহলের লোকজন বর ও কনের পক্ষদ্বয়কে আটক করে নান্দাইল থানায় খবর দিলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান তাৎক্ষনিক থানার উপ- পরিদর্শক (এস. আই) আবদুল্লাহ আল মামুনকে ঘটনাস্থলে পাঠান এবং এ বিষয়ে সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনকে অবহিত করলে তিনি  এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কণ্যার বাবা সিংরইল গ্রামের  আব্দুর রহমানের পুত্র রতন মিয়ার মেয়ে মাদরাসা পড়ুয়া ছাত্রী (১৩) কে বাল্য বিবাহ দেয়ার অপরাধে ২০ দিনের বিনাশ্রম,  নান্দাইল জলসিড়ি বাসষ্ট্যান্ড এলাকার কিতাব আলীর পুত্র বর সাইফুল ইসলাম (২৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কণ্যার মা কে একই অপরাধে ১ হাজার টাকা জরিমানা করে এবং নাবালিকা কণ্যাটিকে তার মার হেফাজতে দেয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০১৫