| দুপুর ১২:২৪ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

কিশোরগঞ্জ প্রতিনিধি,২০ ডিসেম্বর ২০১৫, রবিবার:  বাস টার্মিনালে চাঁদাবাজি ও শ্রমিক ইউনিয়ন অফিসে তালা লাগানোর প্রতিবাদে কিশোরগঞ্জ থেকে সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক ও শ্রমিকরা। ধর্মঘটের ফলে রোববার সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি হেলালউদ্দিন মানিক ও মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবিএম সিরাজুল ইসলাম দৈনিক লোকলোকান্তরকে জানান, শহরের গাইটাল বাস টার্মিনালের পার্শ্ববর্তী ডুবাইল এলাকার শফিকুল ইসলাম মানিকের নেতৃত্বে একদল চাঁদাবাজ দীর্ঘদিন ধরে বাস টার্মিনালে চাঁদাবাজি করে আসছে। শনিবার রাতে তারা চাঁদার দাবিতে শ্রমিক ইউনিয়ন অফিসেও তালা লাগিয়ে দেয়। এর প্রতিবাদে মালিক ও শ্রমিক পক্ষ ধর্মঘটের ডাক দিয়েছে। চাঁদাবাজদের আইনের আওতায় না আনা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে নেতৃবন্দ জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৪১ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০১৫