| ভোর ৫:৩৯ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে পৌর নির্বাচন ঘিরে আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দল চরমে

 

স্টাফ রিপোর্টার | ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার,
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার চেয়ে অভ্যন-রীন কোন্দল নিয়েই নেতৃবৃন্দ বেশী ব্যস- হয়ে পড়েছেন। ইতিমধ্যেই একটি পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে বক্তব্য দিয়ে কোন্দল আরো চরম আকারে নিয়ে যাচ্ছে। গত ১৯ ডিসেম্বর একটি পত্রিকায় সংবাদকে কেন্দ্র করে আওয়ামী লীগের নান্দাইল উপজেলা কমিটি জেলা কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া লিখিত বক্তব্যে জানান, স’ানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন মনগড়া কিছু কর্মকান্ড পরিচালনা করছেন। তার মনগড়া বক্তব্যের কারণে দলীয় প্রার্থীর ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। এমপির লোকজন অভিযোগ করেছেন আ. লীগের নেতারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন। এটি সম্পুর্ণ মিথ্যা সংবাদ। সভাপতি মেজর জেনারেল (অবঃ) আঃ সালাম ওই সংবাদের প্রতিবেদককে কোন বক্তব্য দেননি। তিনি পরে কথা বলবেন বলে জানানো হলেও তার বক্তব্য নেননি। সংবাদ সম্মেলনে ওই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন । সিরাজুল ইসলাম ভূঁইয়া আরো বলেন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিক উদ্দিন ভুইয়ার নৌকার বিরোধীতার করার কোনো প্রশ্নই উঠে না। আমরা তার পক্ষে কাজ করে যাচ্ছি। সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের সাথে সাংগঠনিক কোনো বিরোধ নেই। নান্দাইল আওয়ামীলীগ নৌকা মার্কার পক্ষে নির্বাচনমূখী। নান্দাইল উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক দলের কর্মকান্ড ও দলীয় নির্বাচনী কাজ চালিয়ে যাচেছ। এমপি তুহিন মনগড়া কিছু কর্মকান্ড পরিচালনা করছেন। যা বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে যাচ্ছে বলে আমরা মনে করি। এসময় আরো উপসি’ত ছিলেন জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, এম. এ ছালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুছ ছাত্তার ভূইয়া উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, আবু নছর ভুইয়া মাসুক, মোঃ জামাল আকন্দ প্রমূখ। #

সর্বশেষ আপডেটঃ ৪:২৮ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০১৫