| সকাল ৯:৫৬ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে জয়নুল পার্কে ৬০তম আলোকচিত্র প্রর্দর্শনী

এএইচএম মোতালেবঃ ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার,

মহান বিজয় দিবাসে গত ১৬ডিসেম্বর/২০১৫ আলোকচিত্র শিল্পী সংসদ(আশিস) ও ময়মনসিংহ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে জেলা প্রশাসন ও ময়মনসিংহ পৌরসভা এর সহযোগিতায় ব্রহ্মপূত্র পার্ক এর বৈশাখী মঞ্চে ৬০তম দিনব্যাপী মুক্তিযুদ্ধ, পরিবেশ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  এবারের যাঁদের ছবি প্রদর্শিত হয় তাঁদের মধ্যে মরহুম নায়েব উদ্দিন আহমেদ এর মুক্তিযুদ্ধের ১২০টি, এএইচএম মোতালেব এর প্রজেটিভ বাংলাদেশ ৫০টি, আদিলুজ্জামান আদিল এর লালমাটির পাহার কর্মরত শ্রমিক, জাহাঙ্গীর কবির জুয়েল এর কাজের সন্ধানে মৎসশিকারী, বিপ্লব কুমার গুহ মানিক এর নির্যাতন, মাসুদ রানা এর বিভিন্ন রং এর পাখী, এ ছাড়াও ফকরম্নল আকন্দ, সেলিম, অপু, বিপুল, সেলিম, পরিবেশ বিষয়ক প্রদিপ এর ছবিসহ প্রায় দু’শতাধিক ছবি প্রদর্শিত হয়। আশিস সভাপতি মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারম্নন উর-রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহম্মেদ খান, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল কহ টিটু জেলা কমান্ডেন্ট আনসার ভিডিপি জিয়াউল হাসান, ময়মনসিংহ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার চৈতালী রেমা, আলোকচিত্র শিল্পী সংসদ (আশিস)এর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র চন্দ, আশিস নির্বাহী কমিটির সদস্য নিতিশ সাহা, সাধারণ সম্পাদক এএইচএম মোতালেব, এডভোকেট মোয়াজ্জেম হোসেন, এডভোকেট এমএ কুদ্দুস, এডভোকেট ফরিদ আহম্মেদ, বঙ্গবন্ধু সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও পন্ডিতপাড়া এ্যাথলেটিক্স এর সাধারণ সম্পাদক ওমর ফারম্নক, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি) সভাপতি হৃদয়, চাইল্ড ফোরাম এর সভাপতি সাকিল প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন আলোকচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজম্মের কাছে তুলে ধরা । তাঁদের মুক্তিযুদ্ধের চেতনাসহ গনসচেতনতা সৃষ্টি করাই হচ্ছে এ প্রদর্শনীর মূল লড়্গ্য। এ লড়্গ্য অর্জনে আরো বৃহৎ পরিসরে এর কলেবর বাড়াতে হবে। নতুন নতুন এলাকাগুরোতে এ প্রর্দশনীর আয়োজন করার জন্য কর্তৃপক্ষর প্রতি আহবান জানান। আগামীতে এ প্রদর্শনী তিনদিনব্যপী করার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয়ের নিকট অনুরোধ জানিয়েছেন। দিনব্যাপী আলোকচিত্র শিল্পী সংসদ এর ৬০তম প্রর্দশনী ছবি প্রেমিকদের আগমন ছিল অন্যান্যবছরের তুলনায় অনেক বেশী। শিশুরা তাঁদের মনে আনন্দে বৈশাীখ মঞ্চে কবিতা আবৃতি, সংগীত, পরিবেশন করেন।

সর্বশেষ আপডেটঃ ৮:০৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০১৫