| সকাল ৮:৪০ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শ্রীবরদীতে বন্য হাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

শ্রীবরদী প্রতিনিধি,১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারত থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ ১৯ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা গোবিন্দ রায়। গত বৃহস্পতিবার সকালে শ্রীবরদী উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়। এসময় সহকারী বন সংরক্ষক রেজাউল করিম, ইউএনও হাবিবা শারমিন, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম দৈনিক লোকলোকান্তরকে বলেন, বালিজুরী সদর বিটের ৭ জন ও কর্ণঝোড়া বিটের ১২ জনকে অনুদান প্রদান করা হয়। পঙ্গুত্ব বরণকারী ২ জনকে ৫০ হাজার টাকা করে ও ক্ষতিগ্রস্থ ১৭ জনকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৩১ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০১৫