| ভোর ৫:৫২ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গফরগাঁও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় কাউন্সিলর প্রার্থীর মা নিহতের ঘটনায় মামলা, কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

গফরগাঁও প্রতিনিধি ঃ ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে গত বুধবার বিকেলে ও সন্ধায় ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুল হকের মধ্যাহ্নভোজের আয়োজনে ও বাড়ি-ঘরে অপর প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর পদপ্রার্থী আনিছুর রহমানে লোকজনের হামলায় আজিজুলের মা বাবেয়া খাতুন নিহত হন। ওই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে কাউন্সিলর পদপ্রার্থী ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আনিছুর রহমানসহ ১৯ জনের নাম উলেস্নখসহ ৩৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন আজিজুল হক। পরে শুক্রবার ভোর রাতে কাউন্সিলর পদপ্রার্থী আনিছুর রহমানকে গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রার্থী আনিছুর পুলিশ প্রহরায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান গফরগাঁও থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, হত্যা, ভাংচুর, লুটপাট ও চুরির অভিযোগ এনে এ মামলা দায়ের করে আজিজুল হক।
প্রসঙ্গত গত বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে গফরগাঁও রেলস্টেশন চত্বরে আ.লীগ আয়োজিত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মিছিল নিয়ে যাওয়ার জন্য ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী আজিজুল হক তার বাড়িতে লোক জড়ো করে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। পরে খাবার পরিবেশনের সময় কাউন্সিলর প্রার্থী আজিজুলের লোকজনের সাথে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আনিছুরের লোকজনের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আনিছুরের লোকজন আজিজুলের লোকজনের উপর হামলা চালায়। হামলায় কাউন্সিলর প্রার্থী আজিজুল হকসহ দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। পরে ওইদিন সন্ধায় আবারো আনিছের লোকজন আজিজুলের বাড়িতে হামলা চালালে তার মা বাবেয়া খাতুন নিহত হন।

সর্বশেষ আপডেটঃ ৬:২২ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০১৫