কটিয়াদী পল্লী বিদ্যুৎ অফিসে রহস্যজনক আগুন

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার,
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের সিএন্ড বি রোড সংলগ্ন পল্লী বিদ্যূৎ অফিসে রহস্য জনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এতে কম্পিউটার রোমে আগুন লেগে পুড়ে গেছে একাধিক কম্পিউটার ও মূল্যবান কাগজ পত্রাদী। পল্লী বিদ্যূৎ অফিসের কর্মরত বিলিং সহকারী ও নিরাপত্তা কর্মী আকাশ জানায়, অফিসে প্রবেশের পর কম্পিউটার রোমে আগুন দেখতে পেয়ে তড়িৎ বিদ্যুতের লাইন বন্ধ করে দেয় ও পরে অফিস কর্মচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। দীর্ঘদীন যাবত কম্পিউটার রম্নমে গুরম্নত্ব পুর্ণ ফাইল গাদা গাদি করে রাখা ছিল। স’ানীয়দের সাথে কথা হলে তারা অগ্নিকান্ডের ঘটনাকে রহস্য জনক বলে ধারনা করছেন বলে জানায়, সেই সাথে অগ্নিকান্ডের ঘটনাটি তদনত্ম করার দাবী জানায়।
এ ব্যাপারে ডি জি এম এর সাথে মুবাইলে যোগাযোগ করলে তিনি জানান, আগুন লাগার কারন জানা যায় নি, বিষয়টি তদনেত্মর পর ড়্গয় ড়্গতির পরিমান বলা যাবে।