| দুপুর ১২:২৭ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

সিদ্দিকীয়া এতিমখানা মাদ্‌রাসায় অভিভাবক সমাবেশ

ত্রিশাল অফিস, ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
শিড়্গার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সমৃদ্ধির লড়্গে গতকাল বৃহস্পতিবার রাধাকানাই ইউনিয়নের দবরদসত্মা গ্রামে অবসি’ত সিদ্দিকীয়া এতিমখানা দারম্নল হাবিব ফাযিল (ডিগ্রী) মাদরাসার আয়োজনে ক্যাম্পাসে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও দোয়া পরিচালনা করেন, সিদ্দিকীয়া এতিমখানা দারম্নল হাবিব ফাযিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শাহ্‌ ফজলুল হক সিদ্দিকী (পীর সাহেব, ইসলামা নগর দরবার শরীফ)।
মাদরাসার গর্ভনিং বর্ডির সহ-সভাপতি সৈয়দ আব্দুল খালেক মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিদ্দিকীয়া এতিমখানা দারম্নল হাবিব ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যড়্গ মাওলানা মোঃ আশরাফ আলী সিদ্দিকী, উপাধ্যড়্গ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা উসমান গণি, অধ্যাপক উমর ফারম্নক, অধ্যাপক আরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিড়্গক ইসলাম উদ্দিন, ছাত্র আভিভাবক মোঃ আনোয়ার হোসেন, ত্রিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এইচ.এম জোবায়ের হোসাইন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্‌রাসার প্রভাষক (আরবী) মাওলনা মোঃ দেলোয়ার শাহ্‌।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৬ অপরাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০১৫