| সকাল ৮:৩৮ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে ময়মনসিংহে মহান বিজয় দিবস পালিত

 

শাহ আলম উজ্জ্বল, ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার,
রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহ পাট গুদাম ব্রীজ মোড়ে পুরাতন বহ্মপুত্র নদের তীরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ,পুলিশ সুপার, মঈনুল হক, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা, পৌর মেয়র ইকরামুল হক টিটু আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, সিপিবি, জাসদ, বাসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বসত্মরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।  রক্তন্সাত স্বাধীনতাকে সমুন্নত রাখা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মনোজগতের গভীরে প্রোথিত করার মানসে আজ বুধবার সকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত নানা কর্মসূচীর উদ্বোধন করে, কুচ কাওয়াজে সালাম গ্রহণ করেন নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন,জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীও পুলিশ সুপার, মঈনুল হক, পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শনে অংশ গ্রহন করবে। এদিকে বিকালে  ময়মনসিংহ সাকিট হাউজ মাঠে জেলা প্রশাসন বনাম পৌরসভা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান,  বিশেষ অতিথি ছিলেন  ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন, বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী  ও পৌর মেয়র ইকরামুল হক টিটু ।

সর্বশেষ আপডেটঃ ৮:৪২ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০১৫