| সকাল ১১:৩৫ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

মদনে মহান বিজয় দিবসে শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার,

নেত্রকোণার মদনে যথাযোগ্য মর্যাদায় ভাব-গম্ভীর আনন্দ গণ পরিবেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খুরশীদ শাহরিয়রের সভাপতিত্বে পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান এম,এ হারেছ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কদ্দুছ, কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, ওসি মাজেদুর রহমান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল বাশার খান এখলাছ, আব্দুস সাত্তার আহমদ, মুক্তিযোদ্ধা শাজাহান প্রমুখ। সবশেষে প্রীতি ফুটবল ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে মুক্ত মঞ্চে শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খুরশীদ শাহরিয়রের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান এম,এ হারেছ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কদ্দুছ, কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, ওসি মাজেদুর রহমান, ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস মিয়া, পৌর কমান্ডার শামছুল ইসলাম খসরম্ন, মুক্তিযোদ্ধা রম্নকন উদ্দিন আহমেদ প্রমুখ। সংবর্ধনা সভায় পৌরসভা সহ উপজেলার ৮টি ইউনিয়নের শতাধিক মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৮:১৮ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০১৫