সাতক্ষীরায় বিএসএফএর গুলিতে নিহত ২
অনলাইন ডেস্ক || ২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
সাতক্ষীরায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশীরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকি গ্রামের শের আলির ছেলে মো. নজরুল ইসলাম(৩৫) ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে খালেক সরদার। সীমান্তবর্তী এলাকার একটি দায়িত্বশীল সুত্র জানায়, বৃহস্পতিবার ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে আসছিল। তারা ভারতের বশিরহাট মহকুমার সরূপনগর থানার তারলি এলাকায় পৌছালে বিএসএফএর ৭৬ ব্যাটেলিয়নের তারালি ক্যাম্প সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় ঘটনাস্থলে দুই বাংলাদেশীর মৃত্যু হয়।