| রাত ১১:১০ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিস থেকে আমাদের রক্ষা করতে পারে–ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান

স্টাফ রিপোর্টার | ১৪ নভেম্বর ২০১৫, শনিবার,

ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ভেজালমুক্ত খাবার আর সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিস থেকে আমাদের রক্ষা করতে পারে। তিনি আরো বলেন, খাদ্যে ভেজাল, দূষিত পরিবেশ ও সর্বোপরি খাদ্যাভ্যাস পরিবর্তন এবং যান্ত্রিক জীবন যাপনে অভ্যসত্ম হয়ে পরার কারণে আমাদের দেশে ডায়াবেটিসের হার দ্রম্নত বেড়ে চলেছে। তিনি বলেন, এ ভয়াবহ অবস্থা থেকে পরিত্রান পেতে ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় আমাদের এখনই সোচ্চার হতে হবে। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস’১৫ উপলক্ষে আজ শনিবার ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি (মডাস) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যড়্গ গোলাম সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, ভেজালমুক্ত খাদ্যাভ্যাস ও দূষনমুক্ত পরিবেশ সৃষ্টি করে আগামী প্রজন্মকে ডায়াবেটিস থেকে রক্ষা করতে হবে। তিনি এ দায়িত্ব পালনে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার লড়্গ্যে সকলকে সহযোগিতার আহবান জানান। সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক নজীব আশরাফের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুসত্মাকীম বিলস্নাহ ফারম্নকী, সিভিল সার্জন ডাঃ এ.কে.এম. মোস্তফা কামাল। দিবসটি উপলড়্গ্যে “ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য উপস’াপন করেন মচিমহা’র আর.পি (কার্ডিওলজি) বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এস.কে.অপু। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, সমিতির কোষাধ্যক্ষ এড. ফরিদ আহমেদ, সহ-সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর। এ সময় অন্যান্যের মাঝে উপসি’ত ছিলেন সমিতির সহ-সভাপতি ফরহাদ হাসান খান, সিনিয়র সদস্য ইঞ্জিঃ আনিস উদ্দিন আহমেদ, সিদ্দিক আলী মলিস্নক, এড. অশোক কুমার সরকার, জি. এম. রহমান ফিলিপ্‌স, নোমানুর রশীদ নোমান, খুশি মোহন পাল, কাওছার জামান চৌধুরী, ইয়াজদানী কোরায়শী, নিখিল বর্মণ, এড. হানিফ খান, এড. বিজন কুমার। এর আগে সকাল ৯ টায় শহরের হরিকিশোর রায় রোডস’ সমিতির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে গোলপুকুরপাড়স’ ডায়াবেটিক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। র‌্যালীর অগ্রভাগে ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও সিভিল সার্জন ডাঃ এ.কে.এম মোস্তফা কামাল। র‌্যালীতে শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সাধারণ রোগী সদস্যরা অংশগ্রহণ করেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস নির্ণয়ে দিনব্যাপী বিনামূল্যে পাঁচ শতাধিক রোগীর রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করে। চিকিৎসা সেবা দেন সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এ কে এম আব্দুল আউয়াল খান, ডাঃ নার্গিস আরা বীথি, ডাঃ বিশ্বজিৎ রায় চৌধুরী, ডাঃ খোরশেদুন্নাহার বেবী প্রমুখ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “স্বাস্থ্য সম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়”।
ছবির ক্যাপশন ঃ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস’১৫ উপলক্ষে আজ শনিবার ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীর নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। র‌্যালীর অগ্রভাগে ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারম্নকী ও সিভিল সার্জন ডাঃ এ.কে.এম মোসত্মফা কামাল।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৯ অপরাহ্ণ | নভেম্বর ১৪, ২০১৫