| সকাল ১১:৪২ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণীর ২ ছাত্রের নামে মামলা এলাকাবাসীর ক্ষোভ

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ১৪ নভেম্বর ২০১৫, শনিবার,

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামের মোঃ কিতাব আলীর পুত্র মোঃ শরীফ একই গ্রামের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ২ ছাত্র ( তারাটি ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত) যথাক্রমে এমদাদ ও মোশাররফ, অলি সহ ৪ জনের নামে কথিত নারী নির্যাতনের মামলা দায়ের করে হয়রানী করায় এলাকাবাসী তীব্র ড়্গোভ প্রকাশ করেছেন। নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল, সমাজ সেবী নুরম্নজ্জামান সহ শতাধিক গ্রামবাসীর অভিযোগ বাদী মোঃ শরীফের বাড়িতে চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আবুল মনসুরের পুত্র বাদীর বাড়িতে থেকে কাঠ মিস্ত্রীর কাজ করত। এই সুবাধে বাদীর বোন মোছাঃ তাছলিমা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং আব্দুর রহিম তাছলিমাকে নিয়ে তার বাড়িতে পালিয়ে যায়। বর্তমানে তাছলিমা ৬/৭ মাস যাবৎ রহিমের ঘরে অবস’ান করে নিজ বাড়িতে চলে আসে। উক্ত ঘটনায় তাছলিমার ভাই মোঃ শরীফ আব্দুর রহিমকে ১নং আসামী করে জেলা ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মোকাদ্দমা নং ৩৫৬/২০১৫ইং দায়ের করে। উক্ত মামলা অহেতুক হয়রানী করার জন্য মামলাবাজ শরীফ ভাটি সাভার গ্রামের আব্দুল বারিকের পুত্র অলিউলস্নাহ, নুরম্নল ইসলামের পুত্র স্কুল ছাত্র এমদাদ ও শামসুল হকের পুত্র স্কুল ছাত্র মোশাররফকে আসামী করে হয়রানী করে যাচ্ছে। অথচ এলাকাবাসী জানায় এখানে কোন অপহরনের ঘটনা ঘটেনি এবং ২, ৩ ও ৪নং আসামী এ ঘটনার সাথে জড়িত নয়। ইতিপূর্বে উক্ত শরীফ একই গ্রামের রইছ উদ্দিনের ছেলে হারিছের নামে অপর বোন শিরিনা বেগমকে দিয়ে একটি মামলা করে ৭০ হাজার টাকা আদায় করে বলে এলাকাবাসী জানান। মোকদ্দমা নং- ৩৫৬/২০১৫ দায়ের করা মামলাটি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তাকে তদনত্ম করে প্রতিবেদন দেওয়ার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন। এলাকার সর্বসত্মরের জনগণ ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকায় উক্ত ঘটনায় নান্দাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও ড়্গোভ জানিয়েছেন। এলাকাবাসী প্রেমের ঘটনাটিকে অপহরণ নাটক সাজিয়ে মামলা করায় তীব্র নিন্দা সহ অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবী জানান#।

সর্বশেষ আপডেটঃ ৮:২৮ অপরাহ্ণ | নভেম্বর ১৪, ২০১৫