| রাত ৯:২৩ - বুধবার - ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

বাজিতপুর সংবাদদাতা ঃ ১৪ নভেম্বর ২০১৫, শনিবার,

সারা দেশের ন্যায় বাজিতপুরেও  জাতীয় ভিটামিন এ পস্নাস ক্যাম্পেইন বিভিন্ন ভ্যানুতে  হয়েছে। এবার ৬ থেকে ১১ মাসের বয়সী শিশুকে একটি করে নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ১৯ মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রং এর ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রবিবার জহুরম্নল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ও ক্যাম্পেইনের সহকারী-নার্স শিপা আক্তার জানান, সকাল থেকে এ পর্যনত্ম ৫০ জন বিভিন্ন বয়সের শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। বাজিতপুর সরকারী আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জমির উদ্দিন জানান, এ ক্যাপসুল খাওয়ালে শিশুদের যেমন রাতকানা রোগ থেকে রক্ষা তেমনি প্রতিবন্ধি থেকেও এ ক্যাপসুল সহায়ক হিসাবে ভূমিকা রাখে।

সর্বশেষ আপডেটঃ ৮:০৮ অপরাহ্ণ | নভেম্বর ১৪, ২০১৫