| সকাল ১১:২৪ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে দীপাবলী উৎসব উদযাপিত

শেরপুর প্রতিনিধি,১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার  বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগামী্ভর্যের মধ্য দিয়ে শেরপুরে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের দীপাবলী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ১১ নভেম্বর বুধবার সন্ধ্যায় বিভিন্ন মন্দির, পূজামন্ডপ, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে প্রদীপ প্রজ্বালন, আলোকসজ্জা, বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের গোপাল বাড়ী মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করা হয়। পরে এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, মলয় চাকী প্রমুখ। পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ ও শিশু অংশ গ্রহণ করেন।
এছাড়া দীপাবলী উৎসব উপলক্ষে শহরের বিভিন্নস্থানে পটকা ও আতশবাজি পোড়ানো এবং শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:০৬ অপরাহ্ণ | নভেম্বর ১২, ২০১৫