| দুপুর ১:৪১ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দলকে সুসংগঠিত করতে হলে ঐক্যের বিকল্প নেই – মেয়র টিটু

ষ্টাফ রিপোর্টার,১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবারঃ  বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী ও কেক কাটার আয়োজন করেন ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার বিকেলে শহরের রেলওয়ে ষ্টেশন চত্বর থেকে ব্যানার ফেষ্টুন নিয়ে বর্নাঢ্য র‌্যালী শহর পদক্ষিন করে টাউন হলে গিয়ে শেষ হয়। কেক কাটার পুর্বমুহুর্তে আলোচনা সভায় জেলা প্রজন্মলীগের আহবায়ক রেজাউল করিম রাসেলের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক একরামুল ইসলাম রুমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ আওয়ামীলীগ নেতা ও প্রতিশ্রুতিশীল মেয়র মো: ইকরামুল হক টিটু। এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রজন্মলীগের যুগ্ন আহবায়ক গৌতম রায় হৃদয়, শহর আওয়ামী প্রজন্মলীগের সভাপতি শেখ মাসুম, সাধারণ সম্পাদক আলীনুর হাসান রনি, যুগ্ন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রাজীব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু বলেন দলের ভেতরে বাইরে বিবেদ ভুলে গিয়ে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যের বিকল্প নেই, দলকে সুসংগঠিত করতে হলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকার আহবান জানান। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৪ অপরাহ্ণ | নভেম্বর ১২, ২০১৫