| সকাল ৭:৫২ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধোবাউড়ায় স্কুলছাত্রী হত্যা মামলা বিচার ৬ বছরেও শেষ হয়নিঃ পরিবার হতাশ

 

কবির উদ্দিন, ধোবাউড়া ঃ | ৯ নভেম্বর ২০১৫, সোমবার,
ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী মুখ চতুর্থ শ্রেণির ছাত্রী শাহনাজ বেগম(১০) কে ২০০৯ সালের ১ অক্টোবর দুধ বিক্রি করে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষন করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা বৃদ্ধ এবং দরিদ্র থাকায় ধোবাউড়া থানার তৎকালীন এসআই নুরম্নল ইসলাম বাদী হয়ে নয়াপাড়া গ্রামের মানিক মিয়া(৩৫), সুজন মিয়া(৩২) এর বিরম্নদ্ধে ৩০২, ২০১, ৩৪ ধারায় থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৭০৮৮, তারিখ ঃ ০৫-১১-২০০৯ খ্রি ঃ। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। নিহতের নানা হযরত আলী (৮৫) দুঃখ প্রকাশ করে বলেন, গরিবের বিচার অয়না অতদিন ধইরা মামলাঢা শেষ অইলনা উকিল সমস্যা দেখায়, কই পুলিশ বাদী তাই কিছু করার নাই। এ ব্যাপারে বাদী পড়্গের আইনজীবি আনোয়ার হোসেনের সাথে মুটোফোনে কথা বললে তিনি বলেন, মামলাটি স্বাড়্গী পর্যায়ে রয়েছে। মামলার বাদী এসআই নুরম্নল ইসলাম ফোনে জানান, এতদিন আগের মামলা কি অবস’ায় আছে তা আমার জানা নেই। এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজনের দাবি মামলাটি দ্রম্নত নিষ্পত্তি করে দোষীদের দৃষ্টানত্মমূলক শাসিত্ম দেওয়া।

সর্বশেষ আপডেটঃ ৮:১৫ অপরাহ্ণ | নভেম্বর ০৯, ২০১৫