| দুপুর ১:৩১ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিশু রাজন হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

অনলাইন ডেস্ক | ৮ নভেম্বর ২০১৫, রবিবার,

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে নির্যাতন করে হত্যার দায়ে ৪জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। এর আগে চার্জশিটভুক্ত ১৩ আসামির মধ্যে কারাবন্দি ১১ জনের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক।
গত ৮ই জুলাই চুরির অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু রাজনকে। লাশ গুম করার সময় ধরা পড়েন একজন। পরে পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেন। ফেসবুকে প্রচরের উদ্দেশ্যে নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করেন নির্যাতনকারীরা।

সর্বশেষ আপডেটঃ ১:০৬ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০১৫