| সকাল ১১:১৬ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছা থেকে অপহৃত ব্যবসায়ী জামালপুর থেকে উদ্ধার

মুক্তাগাছা প্রতিনিধি, ৭ নভেম্বর ২০১৫, শনিবারঃ   ময়মনসিংহের মুক্তাগাছা থেকে অপহৃত ব্যবসায়ী খলিলুর রহমানকে অপহরনের ৫ দিন পর গতকাল শনিবার জামালপুর জেলার একটি গ্রাম থেকে থানা পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
থানা পুলিশ, পরিবারের সদস্য ও অপহৃতের ভাষ্য মতে জানাযায়, শহরের নন্দীবাড়ি এলাকার শাহী মসলার মিলের মালিক খলিলুর রহমানের সান্যালবাড়ির ভাড়া বাসায় গত সোমবার রাত দেড়টার দিকে কয়েকজন মুখোশধারী লোক ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি শেষে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন খলিলুর রহমানের স্ত্রী ময়না বেগম মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাতে অপরণকারীরা তাকে হাত পা ও চোখ বাধা অবস্থায় পাশ্ববর্তি জামালপুর জেলা সদরের আড়াইল্যা গ্রামের রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। এলাকাবাসী উদ্ধার করে পুলিশে খবর দেয়। মুক্তাগাছা থানা পুলিশ শনিবার তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মুক্তাগাছা থানার ওসি আবু মোঃ ফজলুল করিম জানান অপরাধীদের ধরার চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩১ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০১৫