| সকাল ১১:০৩ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

খোলা শরীর নিয়ে জোলি

অনলাইন ডেস্ক | ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার,
নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে হলিউড ‘সেক্স বোম্ব’ অ্যাঞ্জেলিনা জোলির। নগ্নতার সীমা অতিক্রম করে ছবিতে যৌন মিলনের দৃশ্যেও অভিনয় করতে দেখা গেছে জোলিকে। বয়স ৪০ পেরোলেও শরীরের সেই টানটান ভাবটা একটুও মস্নান হয়নি। সাহসটাও রয়ে গেছে আগের মতই। তাইতো নতুন ছবি ‘বাই দ্য সি’ তে আবারও খোলা শরীর নিয়ে পর্দায় হাজির হয়েছেন এ হলিউড অভিনেত্রী।
ছবিটিতে জোলিকে দেখা যাবে বাথটাবে স্নানরত অবস’ায়। শরীরে নেই কাপড়ের বালাই। উদম শরীর পানিতে মিলিয়ে দিয়ে উপুর হয়ে আছেন। কোমরের উপরে ও পিঠে আঁকা ট্যাটু। কামার্ত চোখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।
তবে ছবির এমন দৃশ্য নিয়ে বেশ সংশয়ে আছেন জোলি। কেননা, কিছুদিন আগেই ব্রেস্ট ক্যানসার আটকাতে কেটে ফেলতে হয়েছে তাঁর দুটি সত্মনই। সত্মনচ্ছেদের পর এটাই তাঁর প্রথম নগ্ন দৃশ্যে অভিনয়। নারীর শরীরের যৌনতার আখড়া তাদের সুন্দর সত্মন। সেই সত্মন ছাড়া নগ্ন দৃশ্যে দর্শক তাকে কিভাবে নেবে এটা নিয়েই যত সংশয় ব্রাড পত্নীর।
তবে সংশয়ের পাশাপাশি আছে আত্মবিশ্বাসও। জোলি মনে করেন, সত্মনচ্ছেদের মত কঠিন সিদ্ধানত্ম যখন তিনি নিতে পেরেছেন তখন এমন দৃশ্যে পর্দায় হাজির হওয়াও কঠিন কিছু না। যদিও এডিট করে দৃশ্যটাকে পর্দায় দেখানো যেত। কিন’ তাতে দর্শকদের ঠকানো হতো বলেই তাঁর ধারণা। সত্মনবিহীন অবস্থায় তাই নগ্ন দৃশ্যে অভিনয়ের সিদ্ধানত্ম নিয়ে তিনি এটাই বুঝিয়ে দিলেন যে, ‘আমি এখনও আগের সেই সাহসী জোলিই আছি’।এফএনএস

সর্বশেষ আপডেটঃ ৯:৩২ অপরাহ্ণ | নভেম্বর ০৬, ২০১৫