| সকাল ৮:৩৪ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে প্রক্সি দেওয়ার চেষ্টা করায় যুবকের এক বছরের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি,৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার:   ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পীতাম্বরপাড়া পরীক্ষা কেন্দ্রে রিফাত আহম্মেদ নামে এক পরীক্ষার্থীর দাখিল ভোকেশনালের নবম শ্রেণির ইংরেজী পরীক্ষায় প্রক্সি দেওয়ার চেষ্টা করায় ফরিদুল ইসলাম নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে ফরিদুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সদর ধামদী গ্রামের ফরিদুল ইসলাম মঙ্গলবার পীতাম্বরপাড়া কেন্দ্রে রিফাত আহম্মেদের দাখিল (ভোক) নবম শ্রেণির অনুষ্ঠিতব্য ইংরেজি পরীক্ষায় অংশ নিতে গিয়েছিলো। কিন্তু কেন্দ্রের গেটে চেক করার সময় ফরিদের কাছে শুধু প্রবেশপত্র পাওয়া যায়। ওই রেজিস্টেশন কার্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার সময় সে প্রক্সি দিতে এসেছিলো বলে ধরা পড়ে। পরে পুলিশ তাকে আটক করে সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকারের আদালতে হাজির করলে ফরিদুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৯ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০১৫