কুলিয়ারচরে আওয়ামীলীগের মতবিনিময় ও পরিচিতি সভা
বাজিতপুর সংবাদদাতাঃ-৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমতিয়াজ বিন মুসা জিসানের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে মতবিনিময় ও পরিচিতি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ভৈরব) আসনের সংসদ সদস্য ও বিসিবির সভাপতি মোঃ নাজমুল হাসান পাপন, বিশেষ অতিথি কুলিয়াচর লিমিটেডের কর্ণদার সিআইপি আলহাজ্ব মোঃ মুসা মিয়া। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, নতুন নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে ডিজিটাল বাংলাদেশের রাজনীতি সকল করার আহবান জানান। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন প্রমুখ ।