স্ত্রীর কান্ড…….. !

তারাকান্দা প্রতিনিধি,২ নভেম্বর ২০১৫: সোমবার: স্বামীকে মোবাইল ফোনে পিত্রালয়ে ডেকে নিয়ে শেকলে হাত পা বেঁধে অমানবিক নির্যাতন করেছে স্ত্রী ও তার লোকজন। পুলিশ নির্যাতিত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগুলী গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পাগুলী গ্রামের ফজলুল হক চকদারের কন্যা ফাউজিয়া আক্তার(২৮)ওই রাতে স্বামী আশরাফুল আলম(৩৫) কে মোবাইলে ডেকে পিত্রালয়ে আনে। ফাউজিয়ার পিতা, মামা, ভাই মিলে শেকলে হাত-পা বেধেঁ উপর্যপুরী পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ আশরাফুল আলমকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে আশরাফুল আলম বাদী হয়ে গতকাল সোমবার তারাকান্দা থানায় মামলা দায়ের করেছে। আশরাফুল আলম জানান, ১১বছর পূর্বে তাদের বিয়ে হয়। সিংহভাগ সময়ই তার স্ত্রী ফাউজিয়া তার পিত্রালয়ে অবস্থান করত।