| দুপুর ২:০৭ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

স্ত্রীর কান্ড…….. !

তারাকান্দা প্রতিনিধি,২ নভেম্বর ২০১৫:  সোমবার:  স্বামীকে মোবাইল ফোনে পিত্রালয়ে ডেকে নিয়ে শেকলে হাত পা বেঁধে অমানবিক নির্যাতন করেছে স্ত্রী ও তার লোকজন। পুলিশ নির্যাতিত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগুলী গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পাগুলী গ্রামের ফজলুল হক চকদারের কন্যা ফাউজিয়া আক্তার(২৮)ওই রাতে স্বামী আশরাফুল আলম(৩৫) কে মোবাইলে ডেকে পিত্রালয়ে আনে। ফাউজিয়ার পিতা, মামা, ভাই মিলে শেকলে হাত-পা বেধেঁ উপর্যপুরী পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ আশরাফুল আলমকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে আশরাফুল আলম বাদী হয়ে গতকাল সোমবার তারাকান্দা থানায় মামলা দায়ের করেছে। আশরাফুল আলম জানান, ১১বছর পূর্বে তাদের বিয়ে হয়। সিংহভাগ সময়ই তার স্ত্রী ফাউজিয়া তার পিত্রালয়ে অবস্থান করত।

সর্বশেষ আপডেটঃ ৮:১৯ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০১৫