| সকাল ৯:২১ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাজিতপুর-ভৈরব ঘোড়াউত্রা ও কালী নদীতে দিনে-রাতে ডাকাতি হচ্ছে

বাজিতপুর সংবাদদাতা ঃ৩১ অক্টোবর ২০১৫, শনিবার,

কিশোরগঞ্জের বাজিতপুর- ভৈরব ঘোড়াউত্রা – কালী নদীতে গত কয়েক মাস ধরে দিনে ও রাতে অন্তত বিভিন্ন নৌকা- ষ্টীল বডি নৌকায় শতাধিক ডাকাতি সংঘটিত হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে । অথচ দিন ও রাতে এসব নদীতে নৌ পুলিশ থাকা সত্বেও ডাকাতি সংঘটিত হচ্ছে। এলাকা সূত্রে জানাগেছে, শুক্ররার দিবাগত রাত ৮ টার দিকে ভৈরব থেকে ছেড়ে আসা একটি ব্যবসায়ীক নৌকায় মেহেন্দি পুরের মানিকদির মাঝামাঝিতে ১০/১২ জন যাত্রীর নিকট থেকে ডাকাত দলেরা অস্ত্র দেখিয়ে নগদ টাকা, ব্যবসায়িক মালামাল সহ অত্মত ৩ /৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাত দলের আক্রমনে ২ জন আহত হয়েছে। গতকাল শনিবার দিলালপুরের খাটেরা গ্রামের সৈয়দ জাহান জানান গত এক সপ্তাহ আগে তিনি নিজে ভৈরব থেকে নৌকাযোগে আসার পথে ডাকাত দলেরা তার নিকট থেকে নগদ টাকা ও ব্যবসায়িক মালামাল নিয়ে গেছে। আরেক ব্যবসায়ি আজিজ মিয়া জানান, গত ১০ দিন আগে তিনি দিলালপুর থেকে কুলিয়ারচর বিয়ের যাত্রী হিসাবে যাওয়ার পথে মেহেন্দিপুর ও রাজাপুর মাঝামাঝি কালি নদীতে ডাকাত দলের খপ্পরে পড়েন। তখন ডাকাতরা বর যাত্রীর সমোদয় স্বর্ণ , আনুষাঙ্গিক জিনিস পত্র সহ অনত্মত ২ লাখ টাকার মাল ডাকাতরা নিয়ে গেছে। তাদের প্রশ্ন নৌ পুলিশের সঙ্গে ডাকাতের কি কোন সখ্যতা আছে কি?

সর্বশেষ আপডেটঃ ৬:৫২ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০১৫