টিআইবি ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেবে ১৪ দল

অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,
‘সংসদকে পুতুল নাচের নাট্যশালা’ বলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশকে (টিআইবি) ক্ষমা চাইতে বলেছে আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দল। তা না হলে টিআইবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জোটের নেতারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এক বৈঠক শেষে জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন। তিনি বলেন, টিআইবি সংসদ নিয়ে যে কথা বলেছে, তা ক্ষমার অযোগ্য ও গর্হিত। এক্ষেত্রে তারা বিএনপি-জামায়াতকেও ছাড়িয়ে গেছে। তাদের বক্তব্যে প্রমাণ হয়েছে এটা গভীর ষড়যন্ত্র। টিআইবিকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নয়তো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, টিআইবির আয়ের উৎস কী, কারা এদের অর্থের যোগান দেয়, তা খতিয়ে বের করুন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্যই দুই বিদেশি হত্যা ও আশুরার মিছিলে হামলা হয়েছে। এসব ঘটনা একইসূত্রে গাঁথা। এর সঙ্গে কারা জড়িত, কারা গডফাদার, গডমাদার, গডব্রাদার, সব বেরিয়ে আসবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, টিআইবির কথা শুনে মনে হচ্ছে, তারা চেয়েছিল দেশে নির্বাচন না হোক, অসাংবিধানিক সরকার আসুক। সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়ে এখন এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছে। তারা নির্বাচন চেয়েছে, এ অধিকার তাদের কে দিয়েছে? সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়ার সভাপতিত্বে সভায় ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।