| ভোর ৫:৩৮ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাজিতপুরে চালের বাজার মন্দা, ব্যবসায়ীদের মাথায় হাত

 

মহিউদ্দিন লিটন, বাজিতপুর সংবাদদাতাঃ-২৯ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা সহ ১১ টি ইউনিয়নের মধ্যে সরারচর, পিরিজপুর, হিলচিয়া ও পৌরশহরের বিভিন্ন পাইকারী বাজারে ঘুরে দেখা গেঁছে, ইরি-বোরো ধানের দাম বৈশাখ মাস থেকে এই পর্যনত্ম ধানের দাম মন প্রতি ৭০০-৭৫০ টাকার বেশি নয়। এর ফলে উপজেলার প্রায় অর্ধশত অটো রাই্‌স মিলের মালিকরা ধান ভাঙ্গিয়ে বিভিন্ন পাইকারী ব্যাবসায়ীদের নিকট হাইব্রিড ২৮ চাউল মনপ্রতি ১২০০-১২৫০ টাকা, বিআর -২৯ চাউল মন প্রতি ১২৫০ টাকা থেকে ১৩০০টাকা, ইরি চাউল মন প্রতি ১২০০-১৩০০ টাকা বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে। কারণ এক মন ধান ভাঙ্গালে সর্বোচ্চ ২৫-৩০ কেজি চাউল হয়।  বৃহস্পতিবার খুচরা ব্যবসায়ীদের মধ্যে বাজিতপুর বাজারে মোঃ ফারম্নক মিয়া, খোকন দাস সহ কয়েক জন ব্যাবসায়ী জানান, সকাল থেকে বিকেল পর্যনত্ম মাত্র ৭০ কেজি থেকে ৯০ কেজি চাউল বিক্রি করেছি। এতে মাত্র ৩০ টাকা লাভ হয়েছে। বর্তমানে ব্যবসায়িক মন্দার কারণে গত ১৫দিন ধরে পুঁজি ভেঙ্গে সংসার চালাতে হচ্ছে। চাউল ব্যবসায়ী ফারম্নক মিয়া আরও জানান, বেঁচা কিনা নেই বলে পত্রিকা পরে দিন কাটাই।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৬ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০১৫