| সকাল ১১:০৭ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

ভ্রাম্যমান প্রতিনিধি, ২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার,
ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক পল্লীতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। মারাত্মক আহত শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্রী(১১) কে গত বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে উৎপেতে থাকা কালিয়ান গ্রামের ফারম্নক মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১) তাকে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
নান্দাইল মডেল থানার এসআই মুরাদ আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটি পুলিশের কাছে জবানবন্দী দিয়েছে তার বাবা ঢাকা থেকে এলেই মামলা রম্নজু করা হবে।##

সর্বশেষ আপডেটঃ ৬:৪৩ অপরাহ্ণ | অক্টোবর ২৩, ২০১৫