| দুপুর ১২:৪৭ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে কঙ্কাল চোর চক্রের অন্যতম হোতা হারুন গ্রেফতার

স্টাফ রিপোর্টার,২০ অক্টোবর ২০১৫, মঙ্গলবারঃ  ময়মনসিংহ সদর উপজেলার মনতলা এলাকা থেকে কঙ্কাল চোর চক্রের অন্যতম হোতা হারুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত মধ্যরাতে হারুনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১২ অক্টোবর সদর উপজেলার চর ঈশ্বরদিয়ার তানপাড়া এলাকা থেকে বস্তাভর্তি কঙ্কালসহ জাহাঙ্গীর (২৪) ও রমিজ (২৫) নামে দুই চোরকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
পুলিশি রিমান্ডে তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই সোমবার মধ্যরাতে সদর উপজেলার মনতলা এলাকা থেকে হারুনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, মঙ্গলবার দুপুরে পুলিশ হারুনকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে। রিমান্ডের শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
তিনি আরও জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে কঙ্কাল চুরি চক্রের অন্যতম হোতা হিসেবে স্বীকার করেছেন। বিল্লাল নামের একজনের কাছে কঙ্কাল বিক্রি করতেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন হারুন।

সর্বশেষ আপডেটঃ ৮:২৫ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০১৫