| রাত ৩:৩৬ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট মিলবে ডক্টরোলায় ডাক্তারদের

অনলাইন ডেস্ক : ১৬ অক্টোবর ২০১৫, শুক্রবার,,
রোগ হলেই চিকিৎসার জন্য ডাক্তারদের শরণাপন্ন হতে হয়। কিন’ বাংলাদেশে অভিজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্ট পাওয়াটাও যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে মাস খানেকও অপেক্ষা করতে হয়। সে সমস্যার সমাধান এখন ওয়েবসাইটে ভিজিট করে বা সাধারণ একটা ফোন কল করেই সম্ভব।এই কঠিন কাজটি সহজ করেছে বাংলাদেশের প্রথম অনলাইন মেডিকেল সার্ভিস সাইট ডক্টরোলা। সকাল ৮ টা থেকে রাত ১০ টার মধ্যে িি.িফড়পঃড়ৎড়ষধ.পড়স সাইটে গিয়ে কিংবা ০৯৬০৬৭০৭৮০৮ হটলাইন নাম্বারে ফোন করে বিভিন্ন রোগের স্পেশালিষ্ট ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সাড়া দেশের প্রায় দুশ’ হাসপাতাল ছাড়াও হাজার খানেক বিশেষজ্ঞ ডাক্তারের সাথে নেটওয়ার্ক বজায় রেখেছে সাইটটি। শুধু ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টই নয়, বাংলাদেশের যেকোনো প্রানত্ম থেকে মানুষকে চিকিৎসা বিষয়ক পরামর্শ এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকে ডক্টরোলা।ডক্টরোলার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন জানালেন ডক্টরোলার কার্যক্রম সম্পর্কে। তিনি বলেন, “বাংলাদেশে সময়মত অ্যাপয়েন্ট না পাওয়ার কারণে অনেক রোগী বেশ অসুবিধায় পরেন। এমনকি তাদের শারীরিক অবস’া আরও খারাপ হতে থাকে। তাই খুব সহজে একটা ফোন কল করেই বিভিন্ন ধরনের রোগের জন্য আলাদা আলাদা স্পেশালিষ্ট ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস’া করার প্রত্যয় নিয়ে কাজ শুরম্ন করেছি আমরা। রোগীকে এখন আর অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না’’। তিনি আরও উলেস্নখ করেন বাংলাদেশের অনেক প্রানেত্মই অনেক অভিজ্ঞ ডাক্তার রয়েছেন। সেসব এলাকার রোগীদেরকে এখন আর কষ্টকরে ঢাকামুখী হতে হবে না। নিজ এলাকা থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিতে পারবেন তারা।এখন পর্যনত্ম হাজারেরও বেশি মানুষের অ্যাপয়েন্ট পাইয়ে দিয়েছে ডক্টরোলা। কাজ করে যাচ্ছে আরও বেশি বিসত্মৃতির স্বপ্ন নিয়ে।ডক্টরোলা সমপ্রতি ফান্ডও সংগ্রহ করেছে। বাংলাদেশের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বিডি ভেঞ্চার থেকে ফান্ড সংগ্রহ করেছে নতুন এই স্টার্টআপ। গত ২২ সেপ্টেম্বর দুই কোম্পানির মধ্যকার বৈঠকে চুক্তি সাক্ষ্যর করেন বিডি ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর শাখাওয়াত হোসেন এবং আবদুল মতিন। এফএনএস

সর্বশেষ আপডেটঃ ৫:৫৭ অপরাহ্ণ | অক্টোবর ১৬, ২০১৫