| সন্ধ্যা ৭:০০ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে জাতীয় পার্টির সম্মেলন আলতাফ সভাপতি, রানা-সাধারণ সম্পাদক

 

শ্রীবরদী প্রতিনিধি ঃ ১২ অক্টোবর ২০১৫, সোমবার,

জাতীয় পার্টি শ্রীবরদী উপজেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন গত রোববার বিকেলে পৌর শহরের উপজেলা পরিষদ সড়ক দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস’তি কমিটির আহবায়ক মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানার সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন-শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন শেরপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা। প্রধান বক্তা হিসেবে উপসি’ত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এস.এম আশরাফ, সাংগঠনিক সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন। তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-পৌর জাপা’র সভাপতি এ.টি.এম রায়হান রতন দাদা, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আমিনুল ইসলাম মেম্বার, সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির নেতা শহীদ জামান, সেলিম মিয়া প্রমুখ। এদিকে সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সম্মেলন স’লে এসে সমবেত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তৃণমূলের মতামতের ভিত্তিতে কণ্ঠভোটে সভাপতি পদে আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা নির্বাচিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:০৩ অপরাহ্ণ | অক্টোবর ১২, ২০১৫