| বিকাল ৩:২০ - বুধবার - ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যেভাবে ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে মানুষ !

অনলাইন ডেস্ক | ১২ অক্টোবর ২০১৫, সোমবার,

প্রাচীনকালে মানুষের বেশি দিন বাঁচার গল্প হরহামেশাই শোনা যায়। আধুনিক মানুষদেরও কি এতোদিন বাঁচা সম্ভব? সম্প্রতি বৃটেনের খ্যাতনামা সংস্থা বায়োজারোন্টোলজি রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর বিজ্ঞানী অ্যালেক্স জাভোরোঙ্কভের একটি বই সাড়া ফেলে দিয়েছে তামাম দুনিয়ায়। বইটির নাম দ্য এজলেস জেনারেশন। বইটিতে অ্যালেক্স দাবি করেছেন, কোনও ব্যক্তি যদি সারা জীবন পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি যৌনমিলন ত্যাগ করতে পারে তাহলেই ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারেন। অ্যালেক্সের কথায়, দেরিতে বিয়ে ও প্রজননও আয়ুর পরিধি বাড়িয়ে দেয়। পরিমিত খাওয়া, শরীরচর্চার পাশাপাশি যদি কেউ যৌনমিলন না করেন, তাহলে অনায়াসেই আয়ু বেড়ে যায় অনেকটা।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৩ অপরাহ্ণ | অক্টোবর ১২, ২০১৫